১৯৭১ সালের ২৬ শে জুলাই লেঙ্গুরা ইউনিয়নের পার্শ্ববর্তী ইউনিয়ন নাজিরপুরে পাক হানাদার বাহিনীর সাথে মুক্তিযোদ্ধাদের সম্নুখ যোদ্ধ সংঘঠিত হয়। যুদ্ধে বিভিন্ন জেলার ৭ জন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন। তাদের নাম হল- আঃ আজিজ (নেত্রকোণা), মোঃ ফজলুল হক(নেত্রকোণা),মোঃ ইয়ার মাহমুদ (মুক্তাগাছা),ভবতোষ চন্দ্র দাস(মুক্তাগাছা), মোঃ নূরুজ্জামান(মুক্তাগাছা), দিজেন্দ্র চন্দ্র বিশ্বাস এবং মোঃ জামাল উদ্দিন (জামালপুর)। এই বীর মুক্তিযোদ্ধাদের মৃত দেহ লেঙ্গুরা ইউনিয়নের সর্ব উত্তরের সীমান্তে ফুলবাড়ী গ্রামে দাফন করা হয়। পরবর্তীতে এই ২৬ শে জুলাই দিবসটিকে ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস হিসেবে পালিত হয়। প্রতি বছর ২৬ শে জুলাইয়ে বিভিন্ন জেলার মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে দিবস টি পালনের মাধ্যমে শহীদের আত্মার মাগফেরাত করা হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS