Title
গারো পাহাড় ঘেরা জগন্নাথপুর গ্রামের গনেশ্বরী নদী
Details
লেঙ্গুরা ইউনিয়নের উত্তরে ভারতে মেঘালয় সীমানা ঘেষে ভারত থেকে বয়ে যাওয়া গনেশ্বরী নদী লেঙ্গুরা ইউনিয়নের উপর দিয়ে বয়েগেছে। নদীর দু পাশে রয়েছে ছোট বড় অসংখ্য পাহাড়। পাহাড়ের উপড় থেকে নদী দেখলে বড়ই মনোরম দৃশ্য উপভোগ করা যায়। প্রতিদিন অসংখ্য পর্যটক এখানে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসে।